নিজস্ব প্রতিবেদক।।
সম্প্রতি বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের মাধ্যমে উঠে এসেছে বিসিসির সচিবের পি এ আসিফ জিসান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ।তথ্য অনুসন্ধানে জানা গেছে তিনি পতিত স্বৈরাচারী সরকারের সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ র অনুসারী একজন কর্মী।
তার বিরুদ্ধে ৫ আগষ্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত গনহত্যার পক্ষে আওয়ামিলীগের সকল কার্যক্রমে অংশগ্রহণ করার অভিযোগ রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক আসিফ জিসানের ওয়ার্ডের একাধিক বিএনপি কর্মী,নেতারা অভিযোগ করেছেন যে, তিনি সাবেক কাউন্সিলর ইমরান মোল্লা ও ইমরানের ছোট ভাই ইফাদ মোল্লার সাথে ছাত্র-জনতার আন্দোলন ঠেকাতে সক্রিয় ছিলেন এবং অস্রসহ সাদিক আব্দুল্লাহর পক্ষে মহরা দিয়েছেন এলাকাসহ পার্শ্ববর্তী অন্যান্য ওয়ার্ডে।এছাড়াও তিনি তার ফেইসবুক আইডি 'আসিফ জিসান' থেকে অনেকদিন ধরেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষে ছবি,মন্তব্য পোস্ট করেন এবং শেয়ার করে থাকেন।
তার ফেইসবুক আইডি বিশ্লেষণ করে দেখা যায় তিনি তার ঘনিষ্ঠজন ইমরান মোল্লাসহ আওয়ামিলীগের অনেকের নির্বাচনী প্রচারণা করেছেন।এছাড়াও তিনি ফেইসবুকে ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ ইনান এর সাথে ছবি তুলে পোস্ট করেন এবং আওয়ামিলীগের সময়ে এসব ছবি দেখিয়ে বিভিন্ন মহলে প্রভাব বিস্তার করেন।
সর্বশেষ বরিশালে হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের আগের দিন আওয়ামিলীগের সাবেক কাউন্সিলর ইমরান মোল্লার ছোটভাই ইফাদ মোল্লার দেওয়া এক পোস্টে উস্কানিমূলক মন্তব্য করেন। তার মন্তব্যে স্পষ্ট বোঝা যায় খুব শীঘ্রই মিছিলের প্রস্তুতি নিচ্ছিলো তারা।
এরপরদিনই বরিশালে প্রায় তিনটি গুরত্বপূর্ণস্থানে ঝটিকা মিছিল হয়।স্থানীয়দের দাবী, আসিফ জিসান ইমরান মোল্লাে পক্ষে সরকারি চাকরীর নিরাপদ সাইনবোর্ডে দেশ বিরোধী এসব কর্মকাণ্ড করছেন। তারা আরও বলেন ' আসিফ জিসানসহ কয়েকজন জুলাই গণহত্যায় জড়িত থাকলেও তাদের মামলা না দিতে চাঁদা নেয় একটি মহল। কিন্তু বরিশাল সিটি কর্পোরেশন কি এরকম গুরুতর অসদাচরণ মেনে নেবে তাদের এই সচিবের পিএ'র ;এমন প্রশ্ন জনমনে দানা বেধেছে।
অভিযুক্ত আসিফ জিসানের কাছে জানতে চাওয়া হয় তার এসব কর্মকান্ড দেশ বিরোধী এবং সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ২৫(৩) ধারা পরিপন্থী ;এ বিষয়ে তিনি কোন মন্তব্য না করে উপরন্তু একাধিক ব্যক্তি দিয়ে তদবির এবং দৌড়ঝাঁপ শুরু করেন।
এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর জানতে চাওয়া হয়েছে।এ রিপোর্ট করা পর্যন্ত কোন ব্যবন্থা বা মন্তব্য করেনি কর্তৃপক্ষ।
সম্পাদক - এ এইচ মাহামুদ।