1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mahmudkhanssd@gmail.com : Mahamud Khan : Mahamud Khan
বরিশাল সিটির রাত পোহালেই ভোটগ্রহণ শুরু - Dosher Songbad ।। দশের সংবাদ
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
সংবাদ শিরনাম :

বরিশাল সিটির রাত পোহালেই ভোটগ্রহণ শুরু

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২০২ Time View

 

আজকের গণমত ডেস্কঃ

বরিশাল : সকাল ৮টা থেকে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে বরিশাল সিটি নির্বাচনের ভোটগ্রহণ।

সকাল ৮টায় নগরীর রূপাতলীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মেয়র প্রার্থী মুফতী ফয়জুল করীম।

ভোটপ্রদান শেষে সাংবাদিকদের সাথে তিনি বলেন, এভাবে সুষ্ঠ পরিবেশ থাকলে ইনশাআল্লাহ হাতপাখা বিপুল ভোটে বিজয়ী হবে।

একই সময় নগরীর গোরস্থান রোড সৈয়দ আব্দুল মান্নান বিডিএফ আলিম মাদ্রাসা কেদ্রে ভোট প্রদান করেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস।

ভোট দিয়েই তিনি ইভিএম ধীরগতিতে চলছে বলে অভিযোগ করেন।

আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত সকাল ১০টায় নগরীর সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট প্রদানের কথা রয়েছে।

সকাল থেকেই নগরীর প্রায় সকল কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ করা যায়।

এদিকে এ সিটির নির্বাচনে ৩০টি ওয়ার্ডে ১২৬টি কেন্দ্রের ৮৯৪ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন। ভোট পর্যবেক্ষণে ১১৪৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার হাজার ৪০০ পুলিশ, আনসার, এপিবিএন, র‍্যাব দায়িত্ব পালন করবেন। এছাড়া ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

বরিশাল সিটিতে মেয়র পদে সাত জন, ১১৮ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী অংশ নিয়েছেন।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ .