1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mahmudkhanssd@gmail.com : Mahamud Khan : Mahamud Khan
শরীয়তপুরের জাজিরায় অনবরত বোমা বিস্ফোরণের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার।। - Dosher Songbad ।। দশের সংবাদ
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
সংবাদ শিরনাম :

শরীয়তপুরের জাজিরায় অনবরত বোমা বিস্ফোরণের ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার।।

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

নিজস্ব প্রতিবেদক৷।
শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীকে র‍্যাব-৮ এবং র‍্যাব-৩ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
আজ বিকেল ৩.৩০ মিনিটে বরিশালের রুপাতলী র‍্যাব-৮ সদর দপ্তরের অধিনায়ক লেঃ কর্নেল নিসতার আহমেদ সংবাদ সম্মেলনে করে বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৮ এর অধিনায়ক লেঃ কর্নেল নিসতার আহমেদ জানান, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে কুদ্দুস বেপারী এবং জলিল মাদবর প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে কুদ্দুস বেপারী চেয়ারম্যান পদে নির্বাচিত হয় এবং জলিল মাদবর পরাজিত হয়। পরবর্তীতে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে চরম বিরোধ চলে আসতে থাকলে এবং উভয় পক্ষ একাধিকবার সংঘর্ষে লিপ্ত হলে বেশ কয়েকজন নিহত ও বহু লোক আহত হয়েছে।
এরই জের ধরে গত ৫ এপ্রিল সকাল সাড়ে ৭টায় শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের কাজিয়ারচর গ্রামের জসিম ইঞ্জিনিয়ারের বাড়ির সামনে অভিযুক্তদের প্রত্যক্ষ অংশগ্রহণে উভয়পক্ষ এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং এতে বেশ কয়েকজন আহত হয়। ওইদিন সকাল সাড়ে ৮টায় দ্বিতীয়বারের মত শরীয়তপুর জেলার জাজিরা থানাধীন বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারীকান্দি গ্রামে ফসলের মাঠে পুনরায় এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে উভয়পক্ষ।
র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে শরীয়তপুর জেলার জাজিরা থানায় বিভিন্ন অপরাধের জন্য ১৯টি এবং ঢাকা মহানগরের বিমানবন্দর ও ভাটারা থানায় একটি করে মামলা রয়েছে। তারই প্রেক্ষিতে রাজধানী ঢাকার শাহজাহানপুর থানাধীন মুমিনবাগ এলাকা থেকে কুদ্দুস বেপারীকে গ্রেফতার করা হয়।
এই ঘটনার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ০৮ এর অধিনায়ক। এ ঘটনায় শরীয়তপুর জেলার জাজিরা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ .