
নিউজ ডেস্ক।।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ধরণের খুন, ধর্ষণ, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড রোধে অতি দ্রুততার সাথে আসামী গ্রেফতার করে দেশের সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে আসছে যা সাধারণ জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে ।
তারই ধারাবাহিকতায়, র্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল ২৬ মে ২০২৫ ইং তারিখ ১১৫০ ঘটিকায় বরিশাল জেলার বিমানবন্দর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ভান্ডারিয়া থানার পুলিশ এ্যাসল্ট ও চাঁদাবাজি মামলার অন্যতম প্রধান অভিযুক্ত মোঃ কবির জমাদ্দার (২৮), পিতা-মালেক জমাদ্দার, সাং-লক্ষীপুরা, উভয় থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গত ২৩/০৫/২০২৫ ইং তারিখে সকাল আনুঃ ০৯.০০ ঘটিকায় ভান্ডারিয়া থানাধীন ১ নং ভিটাবাড়িয়া ই্উনিয়নের মেদিরাবাদ সাকিনের জনৈক মোর্শেদা আক্তার (২৭) এর বাড়িতে ২৫/৩০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ঘর ভাংচুরসহ বাড়ির বাগানে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। ভান্ডারিয়া থানার মোবাইল-৬১ টহল দল ডিউটিতে নিয়োজিত থাকাকালীন জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে উক্ত ঘটনার সংবাদ পেয়ে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার সংগীয় ফোর্সসহ উক্ত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে সেখানে থাকা অভিযুক্ত ১। মোঃ নাছির ঘরামী (৪৫), পিতা-আঃ রব ঘরামী, সাং-শিয়ালকাঠী, ২। মোঃ কবির জমাদ্দার (২৮), পিতা-মালেক জমাদ্দার, সাং-লক্ষীপুরা, উভয় থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়’কে উক্ত মোবাইল টিমের অফিসার ও সংগীয় ফোর্সগণ সরকারী গাড়ীযোগে থানায় নিয়ে যাওয়ার প্রাক্কালে পথিমধ্যে একই তারিখ আনুঃ ০৯.৪৫ ঘটিকার সময় পিরোজপুরের ভান্ডারিয়া থানধীন ০১ নং ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী এলাকায় মঞ্জু মার্কেট মোড়ে রাস্তার উপর পৌছালে ১০/১৫ টি মোটরসাইকেল নিয়ে সরকারি গাড়ির পথরোধ করে কর্তব্যরত পুলিশদের মারধর করে জখম করে গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়কে ছিনিয়ে নিয়ে যায় এবং পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে। টহল টিমের দায়িত্বপ্রাপ্ত অফিসার থানায় অবহিত করলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আসতে দেখে সকলে পালিয়ে যায়। উল্লেখিত ঘটনায় দায়িত্বপ্রাপ্ত অফিসার বাদী হয়ে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের নিকট থেকে ছিনতাইকৃত অভিযুক্তকে গ্রেফতারের জন্য অধিনায়ক, র্যাব-৮, বরিশাল বরাবর অধিযাচন পত্র প্রেরণ করেন। র্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং ভান্ডারিয়া থানা পুলিশ ছায়াতদন্ত ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উক্ত অভিযুক্তের অবস্থান সনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।