1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. mahmudkhanssd@gmail.com : Mahamud Khan : Mahamud Khan
বরিশালের মেহেন্দিগঞ্জে" নারীর কথা: আজ ওআগামীর ভাবনা" শীর্ষক আলোচনা অনুষ্ঠিত।। - Dosher Songbad ।। দশের সংবাদ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
নোটিশ :
সংবাদ শিরনাম :

বরিশালের মেহেন্দিগঞ্জে” নারীর কথা: আজ ওআগামীর ভাবনা” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত।।

  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৬৮ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক।।

বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ডের গতানুগতিক ধারাবাহিকতাকে বাইরে রেখে ভিন্নধর্মী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায়। আজ সোমবার সকাল আনুমানিক ১১ ঘটিকায় মেহেন্দিগঞ্জের মাল্টিপারপাস অডিটোরিয়াম হলরুমে উপজেলা এবং পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় নারীর কথা আজ ও আগামীর ভাবনা শীর্ষক আলোচনা সভাটি।
মেহেন্দিগঞ্জ উপজেলায় নারীদের নিয়ে ভিন্ন ধর্মী এমন অনুষ্ঠানে নতুন আশারআলো নিয়ে হাসিখুশি মনে আলোচনা সভায় মেহেন্দিগঞ্জের নারী শিক্ষিকা, নারী স্বাস্থ্যকর্মী, এবং বিভিন্ন পেশার প্রায় এক হাজার নারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠিত এই সভায় আলোচনা করেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের জোনাল ম্যানেজার তসলিমা বেগম, বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কর্মকর্তা সাঞ্জিদা শারমিন, স্কুল শিক্ষিকা রুনা লায়লা, স্বাস্থ্য কর্মকর্তা হেলেনা বেগম, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সালমা ইসলাম বিনু, বরিশাল উত্তর জেলা মহিলা দলের আহ্বায়ক চৌধুরী শরিফা নাসরিন সহ বিভিন্ন পেশার নারী সম্রদায়। নারী বক্তারা তাদের বক্তৃতায় এই প্রথম মেহেন্দিগঞ্জে নারীদের ভাবনা শীর্ষক আলোচনা নিয়ে আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন। নারীরা তাদের বক্তৃতায় সামাজিকভাবে নিরাপদ চলাফেরা, নারীর ক্ষমতায়ন, সামাজিক কর্মকান্ডে নারীদের অংশগ্রহণ, বাল্যবিবাহ এবং সুনির্দিষ্ট কারণের বাইরে অহেতুক বিবাহ বিচ্ছেদের বিরুদ্ধে অবস্থানের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান এবং আলোচনা করেন।
উল্লেখ্য যে, মেহেন্দিগঞ্জ উপজেলার কৃতি সন্তান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসানের নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধায়নে এমন আয়োজন করেন মেহেন্দিগঞ্জ উপজেলা এবং পৌর শাখা বিএনপি নেতৃবৃন্দ। নারীদের ভাবনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সফল সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য রাজিব আহসান। ঈদ উল আযহা উপলক্ষে মেহেন্দিগঞ্জে আগমনকে ঘিরে স্থানীয় বিএনপির নেতারা বিভিন্ন রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করার পাশাপাশি স্থানীয় বিভিন্ন পেশার নারীদের নিয়ে এমন আয়োজন করেন।
স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসরাত জাহান এবং শিক্ষিকা সীমা বেগমের মনমুগ্ধকর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে বক্তব্য করেন উপজেলা বিএনপির সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ রিয়াদ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনুমিয়া, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু প্রমূখ।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ .