
নিউজ ডেস্ক।।
আজ ১লা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ। যুগে যুগে বাংলার ঐতিহ্য নববর্ষ কে নানা ভাবে নানান রূপ দিয়েছে বাঙালি জাতি। তারই ধারাবাহিকতায় আজ সকাল ৯ টায়
মেহেন্দিগঞ্জের উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুর রহমান এর নেতৃত্বে পাতারহাট বন্দরের বিভিন্ন সড়কে আনন্দ শোভাযাত্রা প্রদক্ষিণ করে। প্রশাসনের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মেহেন্দিগঞ্জ থানার কর্মকর্তাগন, উপজেলা বিএনপি আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, পৌর বিএনপি’র সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মুক্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কচিকাঁচা ছাত্র ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। শোভাযাত্রা শেষে প্রশাসনের উদ্যোগে মেহেন্দিগঞ্জ উপজেলার বালুর মাঠ প্রাঙ্গনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজুর রহমান।
এদিকে সকাল ১০ টায় বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বৈশাখী শোভাযাত্রা করে মেহেন্দিগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির নেতাকর্মী সদস্যবৃন্দ। মেহেন্দিগঞ্জ বিএনপি’র শোভাযাত্রায় দলীয় প্রধান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মেহেন্দিগঞ্জের সন্তান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান এর ছবি সহ বিভিন্ন বৈশাখী প্লাকার্ড ফেস্টুন হাতে নিয়ে মিছিলকে শোভামণ্ডিত করে মেহেন্দিগঞ্জের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলাদলের নেতা কর্মী সদস্য বৃন্দ। মেহেন্দিগঞ্জ বিএনপি’র শোভা যাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাতারহাট গার্লস স্কুল মাঠ প্রাঙ্গনে এসে পথ সভার মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে পথসভায় বক্তৃতা প্রদান করেন উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, পৌর বি এন পির আহবায়ক রিয়াজ শাহিন লিটন, সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাঝহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল, ছাত্রদলের আহ্বায়ক সোহাগ সরদার, মহিলা দল উত্তর জেলার আহ্বায়ক চৌধুরী শরিফা নাসরিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। পথসভা শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে বাংলার চিরাচরিত ঐতিহ্য পান্তা ভাত, বিভিন্ন ভর্তা ভাজি ও মরিচ ভোজনের মধ্যদিয়ে পান্তা উৎসব পালন করে দলের নেতা কর্মী সদস্যরা।